ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া নিয়ে জ্যোতিষী উটের ভবিষ্যদ্বাণী  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ১১ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:৩৩, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আরব আমিরাতের জ্যোতিষী উট একের পর এক বাজিমাত করে চলেছে। গতকালকের ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ নিয়ে যা ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটাই ফলে গেছে। এবার ইংল্যান্ড-ক্রোয়েশিয়া নিয়ে কথা বললেন।

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে দিবাগত রাত ১২টায়। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে ম্যাচটি। তবে ফুটবল নিয়ে ভবিষদ্বাণী করা জ্যোতিষী উট শাহীন বলছে, ম্যাচটি জিতবে ক্রোয়েশিয়া।

জ্যোতিষী এই উট শাহিন এর সামনে দুটি পতাকা রাখা হয়। এরপর সেখান থেকে ক্রোয়েশিয়ার পতাকাটি বেছে নেন শাহীন। এখন দেখার বিষয় আজও তার ভবিষ্যদ্বাণী সঠিক হয় কিনা।

এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি